রবিবার-ছবিবার । ফটো-ওয়াক আপডেট । শুভ্র চক্রবর্তী ।

 আজ রবিবার। ছবি তোলার দিন।

শুভ্র চক্রবর্তী
বালুরঘাট, ২৬ মার্চ, ২০২৩

আমি আগাগোড়া লেট-রাইসার। কিন্তু বিগত কিছু বছর ধরে রবিবার সকাল মানে ঘুমঘুম চোখে উঠে কিছু ফটোপাগলদের সাথে, হাতে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়াটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে।

ঠিক তেমনই এক রবিবার ছিল আজ। ঘুমঘুম চোখে বেরিয়ে পড়লাম জনে- আমি, সৌগত দা, শুভ্রদীপ দা, বন্ধু শাম্বনীল আর অনিঙ্ক দা। 





আজকের গন্তব্য ছিলো বালুরঘাট আত্রেয়ী নদীর ওপরে নির্মিয়মান বাঁধ। দিনদিন পাল্টে যাচ্ছে আমাদের শহর বালুরঘাটের রূপরেখা। তৈরী হচ্ছে বহু নতুন নতুন স্থাপত্য, ধ্বংস হয়ে চলেছে বহু পুরোনো নির্মাণ। ঠিক সে কারণেই আজকের উদ্দেশ্য ছিল , আত্রেয়ী নদীর ওপরে তৈরী হতে চলা বাঁধের ডকুমেন্টারি ফটোগ্রাফি করা। যা হয়তো আজকের দিনে তেমন তাৎপর্যপূর্ণ না হলেও, আগামী কিছু বছরের মধ্যে পুরোনো বালুরঘাট বা পুরোনো আত্রেয়ীর রূপ কেমন ছিলো তা বুঝতে ততটাই তাৎপর্যপূর্ণ।









তা ছবি তোলা হলো, এবার আসি আমাদের প্রতি রবিবার ছবি তুলতে যাওয়ার প্রধান রসদের পেছনে- বালুরঘাটের জাতীয় খাওয়ার 'ডালপুরি'! বালুরঘাটের সকালে আকাশে বাতাসে ডালপুরীর গন্ধ। তা সে গ্রীষ্ম হোক বা বর্ষা। তাই ঠিক সেই গরিমা বজায় রেখে ছবি তুলে আমরা মিলিত হলাম আমাদের প্ৰিয় ডালপুরীর দোকানে। ছবি নিয়ে সামান্য পর্যালোচনা , এবং আগামী সপ্তাহের ছবি তোলার একটা হালকা পরিকল্পনা করে সম্পন্ন করলাম এই 'রবিবারের ছবিগল্প।'


Subhra Chakraborty for BPC. March 26, 2023.

__________________________

In this edition of the Photo walk update, member Subhra Chakraborty takes over the BPC blog to walk us through the BPC Photo walk 2, held on March 26, 2023.

We invite you to walk with us at the weekend.  Membership is absolutely free, forever! Let's bond over a cup of tea. We are the Beltala Park Collective, and we love everything about photography.

Peace. 

(Photographs in this blog were contributed by Subhradeep Sarkar and Aninko Acharjee)


Comments