রঘুনাথের মেলা | রাম নবমী | ফটো-ওয়াক আপডেট। বিক্রম দাস

বিক্রম দাস,
বালুরঘাট, ৩০ মার্চ, ২০২৩

Bikram Das. Member, BPC. 

রঘুনাথের মেলা! রাম নবমীর এই শুভ দিনে বালুরঘাট ট্যাংক মোড়ে নদীর বাঁধ সংলগ্ন বাবা রঘুনাথের মন্দিরে হওয়া এই পার্বণকে বালুরঘাটের, এমনকি আমাদের সারা জেলা জুড়ে সব ধর্ম বর্ণের মানুষ হৈ হৈ করে পালন করে। আমার মনে পড়ে ছোটো বেলায় বাড়িতে খুব জেদ করতাম মেলায় গিয়ে গাড়ি আর বন্দুক কিনবো বলেগ, কিন্তু আজ আমি মেলায় গিয়েছিলাম- সেই আমার মতন কোনো এক ছোট বাচ্চার তার মায়ের কাছে সেই জেদ করা, সেই হাসি, সেই আনন্দের মুহূর্ত গুলো ক্যামেরা বন্দি করে তুলতে । 

© Dipankar Kundu. Balurghat, March 2023



© Rupam Ghosh. Balurghat, March 2023


© Rupam Ghosh. Balurghat, March 2023






© Dipankar Kundu. Balurghat, March 2023


© Subhradeep Sarkar. Balurghat, March 2023


কাল রাতেই প্ল্যান হয়েছে আজকে সকালে ছবি তুলতে যাবো রাম নবমীর মেলায়। আমি সকালে অনেক কষ্টে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম মেলার উদ্দেশ্যে। আমাদের এখানে মেলাতে যাওয়ার অনেক গুলো রাস্তা , তাই সুবিধাজনক ভাবে আমি বাঁধের রাস্তাটাই ধরেছি , নদীর দু'পাশ দিয়ে ভেসে আসছে "জয় শ্রী রাম" , কিছু লোক আমাদের আমাদের সঙ্গী হয়ে আমাদের সাথেই চলছে, আবার দেখি কেউ কেউ উল্টো দিক থেকে হেঁটে আসছে।  ইতি মধ্যেই মেলায় পৌঁছে গেছি। সারিবদ্ধ ভাবে পাতা রয়েছে শাড়ি আর তার উপর রাখা বিভিন্ন ঠাকুরের ছবি। মেলা যাত্রীগণ নিজেদের সামর্থ্য মত সেখানে চাল, পয়সা বা সবজি দিয়ে চলেছেন মেলার উদ্দেশ্যে।  

© Abir Sarkar. Balurghat, March 2023



একটা সরু পথ চলে গেছে বাঁধ থেকে মেলার দিকে , সেই পথ বেয়ে নেমে চললাম ।

মেলায় নামতেই বিভিন্ন লোকের সমাগম , আমরাও চললাম সেই পথ ধরেই ভগবান দর্শন করতে। রাম নবমীর দিন সাধারণ ভাবে প্রচুর ভিড় হয়। সেই জনসমুদ্র ঠেলে ভেতরে ঠাকুর  দর্শনের  উপায় খুব বেশি দেখতে না পেয়ে বাইরে থেকেই প্রণাম করে এগিয়ে চললাম। তখনও দেখি মেলা পুরোপুরি বসেনি।  দুর দুর থেকে সবাই এসে পুজো দিয়ে মেলা ঘুরছেন। আমিও দেরি না করে ক্যামেরা বের করে লেগে পড়লাম আমার কাজে। ভিডিও করতে করতে দেখি ছোটবেলার সেই গামলায় চালানো স্টিমার।
 হ্যাঁ, একটু নস্টালজিক লাগলেও এসবের বয়স এখন পেরিয়ে গেছে।

© Rupam Ghosh. Balurghat, March 2023

© Subhradeep Sarkar. Balurghat, March 2023




অনেক নতুন নতুন খেলনা, বাচ্চাদের লাফানোর জায়গা,  জিলিপির দোকান, মেয়েদের গহনার দোকান আর ছোটবেলার ঘর ঘর খেলার সবটা চোখ বন্দি করেই সার্থক রাম নবমীর মেলা।

© Abir Sarkar. Balurghat, March 2023





© Dipankar Kundu. Balurghat, March 2023








______________
 Bikram Das for BPC. 

In this edition of the Photo Walk update, member Bikram Das takes over the BPC blog to walk us through the BPC Photo Walk 3, held on March 30, 2023, at the Ram Navami Mela, Balurghat.  

We invite you to walk with us at the weekend.  Membership is absolutely free, forever! Let's bond over a cup of tea. We are the Beltala Park Collective, and we love everything about photography.

 


Peace. 💗 


(Photographs in this blog were contributed by Subhradeep Sarkar, Rupam Ghosh, Abir Sarkar & Dipankar Kundu)


Comments