যাত্রা শুরু। Meet our Members | BPC

Pijush Barman





আমি পীযুষ বর্মন। আমার ফটোগ্রাফির শুরুটা মুঠোফোন দিয়ে হলেও এখন ক্যামেরাতে হাতেখড়ি পর্ব চলছে।। ফটোগ্রাফির সঙ্গতা একসাথে ,আর যতটা পারা যায় একে অপরের থেকে শেখা টা খুব দরকার বলে মনে করি।। তাই যতটা পারছি অন্যের দেখে অন্যের থেকে শিখছি। আরো শিখতে চাই।। আরো প্রসারিত হবে এই পরিধি ।। জোশ!


Subhra Chakraborty




Hello, I am Subhra- a photography enthusiast from Balurghat. From street life to portraits, I try to build stories through the images I make. I began exploring this craft a few years back with my cell phone and moved on to a camera last year. BPC is like a family to me. I am here to learn and unlearn things that matter. Let's grow together. Long live BPC! 


Bikram Das











Hi everyone. I'm Bikram, and I enjoy filming narrative-driven videos. However, as my professional portfolio started gaining widespread attention, I was ecstatic every time Aninko da told me about the community he wanted to create. With the assistance of BPC members, I want to push the boundaries of my skill set and try something new that might alter my understanding of storytelling. Thank you to all. Let's be grateful for this effort.


Abhik Mohanta



নমস্কার,আমি Abhik Mohanta. আমি মুঠোফোন দ্বারা ছবি তুলে থাকি। সবে নতুন নতুন এই পথচলা।বিভিন্ন ধরনের ফটোগ্রাফির উপর আমার খুব আগ্রহ।অনেক শেখা বাকি অনেক জানা বাকি জানি তোমাদের সকলের সাহায্যে অনেক কিছু জানবো এবং আমার জানা কিছু বিষয় থাকলে জানাতে পারবো। BPC এর একজন সদস্য হয়ে আমি খুব আনন্দিত। সকলের সঙ্গে দেখা হবে একদিন। BPC' এমন পরিকল্পনাকে সম্মান জানাই। 
💖 অনেক শুভেচ্ছা  ভালোবাসা রইলো!


Subhradeep Sarkar

Hello, I'm Subhradeep Sarkar aka subhrad33p, a passionate photographer and storyteller. My lens captures the fleeting moments that make life beautiful and immortalizes them in vivid details. With a unique blend of logical precision and creative flair, I craft visual narratives that transcend time and space. From capturing the twinkling stars in the night sky to the intricate patterns in a blooming flower, my lens sees the beauty in everything. As a lover of both arts and science, I believe that photography is the perfect amalgamation of the two, allowing me to explore the wonders of our universe and bring them to life through the magic of imagery. So, step into my world of visual poetry and let me take you on a journey through time and space.


Dipankar Kundu


আমি দীপঙ্কর,ছোটো থেকেই ছবির প্রতি একটা অদ্ভুত টান।আর তার থেকে ফোন দিয়েই ছবি তোলার পাকামি শুরু। সাথে সাথে বিশিষ্ট চিত্রগ্রাহকদের অভিজ্ঞতা থেকে প্রতিনিয়ত ফোটোগ্রাফি সম্পর্কে নানা তথ্য ও তত্ত্ব আহরন করে ফোটোগ্রাফি বিষয়ে নিজের নিরেট মস্তিষ্ক কে পুষ্ট করে চলেছি। বিপিসি র হাত ধরে নতুন অনেক কিছু শিখেছি জানছি আর ভবিষ্যতেও এইভাবেই অভিজ্ঞদের জ্ঞানের দ্বারা আমার ফোটোগ্রাফি যাত্রার পথ সুগম হোক।


Abir Sarkar

আমি আবীর সরকার। মূলত আমি একজন মোবাইল ফোটোগ্রাফার আপাতত, ক্যামেরায় হাতেখড়ি টা এখনো সেভাবে হয়ে উঠতে পারেনি। 'ফোটোগ্রাফি' জিনিসটা মূলত শখের বশেই ধরা, বা বলা ভালো ফোটো তুলতে আমার ভালোই লাগে। BPC মতো একটা গ্রূপের সাথে যুক্ত হতে পেরে ভালো লাগছে। যেহেতু এই রাস্তায় একেবারে নতুন তাই আশা করি, এখান থেকে ফোটোগ্রাফি নিয়ে অনেক কিছু শিখতে পারবো, বুঝতে পারবো, নতুন ভাবে ফটো তুলতে পারবো।।
#BPCCholteThakuk


Bishal Karmakar



"Love What you do" - The only quote I follow throughout my whole life.
Hello BPC, this is Bishal  Karmakar. By profession, I am a maths teacher and by passion, I am an all-rounder ( as I don't say NO to any activities ). Yes, I love trying new and exciting things and it revives my soul. And as for photography - well, I love it. I do it from my heart. Currently, I am in love with making short videos. I am truly blessed beyond words to be able to do what I love.


Rupam Ghosh



আমি রূপম ঘোষ, আমার বরাবরই ফটোগ্রাফির প্রতি খুবই আগ্রহ এবং বিভিন্ন ধরনের ছবি তুলতে ভালো লাগে। আমার সঙ্গী মুঠোফোন দিয়ে অবসর সময়ে ছবি তুলি। তবে এখনও আমার অনেক শেখা দেখা বাকি, তাই তোমাদের সাহায্য নিয়ে আমি অনেক কিছু জানবো শিখবো, যা আমাকে আগামী দিনগুলোতে ছবি তুলতে অনেক সাহায্য করবে। BPC এর একজন সদস্য হয়ে আমি খুব আপ্লুত  আনন্দিত। আগামী দিনে সকলের সাথে দেখা হবে আলোচনা মত বিনিময় হবে। BPC এর এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আগামী দিনগুলোর জন্য আমার তরফ থেকে সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানাই।

Shambanil Mandal



Hello, Namaste, Vanakkam, Hola, Marhaba, Assalamualaikum, this is your Shambanil Mandal, welcome to our "BPC". I tell stories through my videos. Basically, I focus on showing the mundane reality in a creative way. I do love taking photographs, which I believe, is another way of telling stories. This aspiring filmmaker is really overwhelmed to join this team and at the prospect of learning from others. I am living my life, living my dream.


Hello guys, I'm Snehashish Mohanta. I'm in pursuit of knowledge to grow as a true photographer. I capture mainly through my smartphone and I believe knowledge matters more than gears. I am extremely happy to be a part of this family. 


অনিমেষ কুমার আচার্য্য, বয়স ষাটোর্ধ্ব। সময়ের সাথে তাল মেলাতে গিয়ে বদ্ধ ছিলাম চার দেওয়ালের মধ্যে। বাইরের জগৎ থেকে খানিকটা বিচ্ছিন্ন, আমার জনপদ ছিল বই, খাতা, আর কংক্রিটের ঘরে আটকে। অবসরের সাথে জীবনে এল একরাশ অখণ্ড সময়। গত বছর হাতে এলো নতুন ক্যামেরা-সেই থেকে শুরু, বেড়িয়ে পড়লাম দেখতে জগৎ - আমি আমরা। আমার ছেলে বলে ফটোগ্রাফার নাকি সময়কে বেঁধে রাখে ভবিষ্যতের জন্যে। আর এই সময়কে আটকে রাখার চেষ্টা খুব মজার। চেষ্টা করে দেখা যাক কি হয়। এই পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাই। 


আমি শুভ্রজিৎ সাহা, সোশ্যাল মিডিয়ায় সাহাজিৎ শুভ্রজিৎ নামে পরিচিত। ফটোগ্রাফি এর সাথে প্রথম হাতেখড়ি স্মার্টফোন দিয়েই। পরে নিজের উপার্জনে dslr কিনে এখন dslr এই ছবি তুলি। মূলত আমি ওয়েডিং ফটোগ্রাফি করি, কিন্তু আমার ঝোঁক স্ট্রিট ফটোগ্রাফীর প্রতি। কারণ প্রতিনিয়ত স্ট্রিট পরিবর্তনশীল। এই ঝোঁক আরো বাড়ে bpc এর সদস্যদের সাহচর্যে। আমার ফটোগ্রাফি এর মান উন্নত করতে, জ্ঞান অর্জন করতে একটি কলেক্টিভের চেয়ে ভালো আর কি হতে পারে।


Hello, I am Arya Ganguly aka @7.9_editz, a passionate videographer and aspiring cinematographer from Balurghat. With an eye for detail and a creative spirit, I try to bring stories to life through my camera lens. I am very excited to be joining the BPC family and I am looking forward to working with the members and broadening my skills. With my dedication to capturing moments with artistic flair and technical expertise, I wish to  set myself on a path to becoming a master storyteller in the world of film.


Aninko Acharjee, Manipulator-in-Chief.

"main akela hi chala tha jaanib-e-manzil magar

 log sath aate gae aur karwan banta gaya"






Comments