বৈশাখী ছবির হাট | BPC People's Gallery | শুভ নববর্ষ ১৪৩০।
আমাদের বৈশাখী ছবির হাট, জমজমাট!পাওয়ার হাউস, বালুরঘাট।
একজন শিল্পীর শিল্পকলা তখনই সার্থক হয় যখন তা অহম
এর খোলস বর্জন করে সর্পিলাকারে জনসমক্ষে বিস্তার লাভ করে এবং প্রশংসার দাবিদার
হয়।
আমরা সেই সার্থকতা লাভ করেছি কিনা সে ব্যাপারে আসবার পূর্বে
একটু পূর্ববর্তী ঘটনায় দৃষ্টিপাত করাতে চাই।
আমাদের সর্বপ্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয় আমাদের সকলের প্রিয় ভিম কাকার চা এর দোকানে (বালুরঘাট মিউনিসিপ্যাল পার্কের সামনে)। আমাদের এই আলোকচিত্র গুলোকে প্রকাশের আলোতে নিয়ে আসতে উনি যেভাবে সাহায্য করেছেন, এর জন্য আমরা সারাজীবন কৃতজ্ঞ থাকবো
উনার কাছে।
এই জায়গাটার একটা অন্য ব্যাপার আছে। আমাদের সমস্ত আইডিয়ার সূত্রপাত ঘটে কাকার দোকানের সামনে রাখা বেঞ্চে বসে চা এর কাপ এ চুমুক দিতে দিতে। ঠিক সেভাবেই একদিন অনিঙ্ক দা' র কথায় ঠিক হলো যে ফ্লেক্স এ করে আমাদের আলোকচিত্র গুলি প্রদর্শন করা হবে নববর্ষের শুভ তিথিতে। ব্যাস যেমনি বলা তেমনি কাজ শুরু।
চিত্র সংগ্রহ ও ফ্লেক্স ডিজাইনিংয়ের দায়িত্ব ছিল আমার ওপরে। প্রথম দিকে আমি খুবই চিন্তায় ছিলাম। আদৌ করতে পারবো কিনা। কোনোদিন তো করিনি, যদি ভুল করি ইত্যাদি অজস্র প্রশ্ন আমার মগজে ঘুরপাক খাচ্ছিল। এই সমস্ত সংশয় এর সং কে যে কিভাবে রং এ রূপান্তর করা যায়, BPC না থাকলে হয় তো বা কোনদিনও বুঝতাম না। আমি সত্যিই কৃতজ্ঞ সকলের কাছে। সকলের সহযোগিতা ব্যতীত এই অসাধ্য সাধন কোনোমতেই সম্ভব ছিল না।
Special thanks to Snehashish Mohanta, Arijit Mohanta (বোল্টু কাকু), and everyone at New Town Club and Pally Pathagar, Power House, Balurghat.
এই গোটা আয়জন সম্ভব হয়েছে বেলতলা পার্ক কালেকটিভ এবং নিউ টাউন ক্লাব ও পল্লী পাঠাগারের যৌথ উদ্যোগে।
জনগণের দৃষ্টি আকর্ষণ আমাদের সার্থকতার প্রথম
অঙ্গীকার ছিল আর এই অঙ্গীকারের পর্যায়কে যতটা পেরেছি ছোঁয়ার চেষ্টা করেছি। যেখানে
জনগনের দৃষ্টি আকর্ষণ এবং আগ্রহের উৎপত্তি ঘটাতে পারাটা আমাদের কাছে সার্থকতা
হিসাবে বিবেচিত।
আমাদের কাছে এর থেকে বড় আর কিছু হতে পারে না।
চার দেওয়ালের অহংকার, আর রেভিনিউ বাড়ানোর মনোপলি ভাঙছে। ছবি পৌঁছে যাচ্ছে মানুষের কাছে, কোনো টার্মস এন্ড কন্ডিশনস ছাড়াই।
আমাদের গল্পগুলো এভাবেই বেঁচে থাকুক, ছোট শহরের হাজার স্বপ্ন এভাবেই সত্যি হোক -রাস্তার ধারে, চায়ের দোকানে, মানুষের মনে।
নতুন বছর সবার ভালো কাটুক। অকারণ ভালোবাসা সব, যেটুকু বেঁচে আছে এখনো, পূর্ণতা লাভ করুক।
শুভ নববর্ষ। ❤
_________________________
April 2023
Great line
ReplyDelete