BPC Photo Quiz | April 2023 | Subhra Chakraborty


ক্যুইজ-ট্যুইজ

শুভ্র চক্রবর্তী
বালুরঘাট১৫ মে ২০২৩

--------------



 

গত ২৯ তারিখ বসেছিলো BPC’ ক্যুইজের আসর। ক্যুইজ মাস্টার অনিঙ্ক আচার্য্য। টপিক?? অবশ্যই ফটোগ্রাফি। ফটোগ্রাফি ক্যুইজ শোনার পর ভেবেছিলাম যে খুবই  একঘেয়ে ধরণের কিছু হবে। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হয় দুটো থেকে তিনটে প্রশ্নর পরেই।







কিছু সময় ব্যবধানে একটা করে প্রশ্ন দেওতার ব্যাপারটা বেশ মজাদার ছিলো। তারচেয়েও বেশি মজাদার ছিলো কে আগে উত্তর দিচ্ছে এই ব্যাপারটা। কারন তার ওপর ভিত্তি করে ছিল নাম্বার। যেমন ধরুন প্রথমে উত্তর দিলে ১৫ , তারপর ১৩ , তারপর ১২। এবং শেষ কিছু প্রশ্ন ছিলো বিশেষ প্রশ্ন। যার মান ছিলো ২৫, ২৩, ২২। এবং এই খেলার ধরণের জন্যই প্রত্যেকের মধ্যে সেই উত্তেজনাটা বজায় ছিল শুরু থেকে শেষ অবধি।

 

ID X & Y



ক্যুইজ মাস্টার হিসেবে অনিঙ্ক দার অনেকটা প্রশংসা প্রাপ্যপ্রথমবারেই এতো সুন্দর ১৯ খানা প্রশ্নের এক খাসা সেট তৈরী করার জন্য। সবচেয়ে ভালো লেগেছে প্রশ্নের ভিন্নতা। রঘুবীর সিং থেকে ম্যাগনাম, ডালডা ১৩ থেকে মনোমোহিনী দেবী, এবং অবশ্যই দানিশ সিদ্দিকী- বাদ যায়নি কেউই। এবং সাথে ছিল ক্যামেরা-সেটিংস সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন।  





এরম মজাদার ভাবে খেলার মাধ্যমে এতো সুন্দর তথ্যগুলো জানানোর জন্য ক্যুইজ মাস্টার কে ধন্যবাদ। আগামী তে এরম আরও ক্যুইজে অপেক্ষায় রইলাম। 💓

Subhra Chakraborty for BPC. May 15, 2023.

___________________________________

The BPC Photo Quiz, April 2023 🖤
Beltala Park Collective organised a photo quiz session for its members on 29 April 2023. After several rounds of hair-raising, jaw-dropping, adrenalin-pumping, and high-intensity quizzing, we found the podium finishers! 🔥
Congratulations Subhra Chakraborty on the well-deserved win. Shout out to Rupam Ghosh and Subhradeep Sarkar for the fight they put up. 

QM Aninko Acharjee 
Results~
Subhra Chakraborty 271 points
Rupam Ghosh 224 points
Subhradeep Sarkar 168 points
Abhik Mohanta 114 points
Pijush Barman 93 points
Shambanil Mondal 66 points
Bishal Karmakar 51 points
Learning and unlearning together. We are the Beltala Park Collective, and we love everything about photography. We invite you to walk with us at the weekend.  Membership is absolutely free, forever! Let's bond over a cup of tea.

If you have the answers to the questions posted here, let us know in the comments. <3
Peace! 


Comments

Popular Posts