পরিবেশের জন্য যা করনীয় | BPC Events | Update | পীযুষ বর্মন

 

যখন গরমে হাঁসফাঁস অবস্থা তখনই পরিবেশের প্রতি দায়িত্ববোধটা জাগ্রত হয়। পরিবেশ সবার লালন পালনের দায়িত্ব নিয়ে থাকলেও তার প্রতিও লালন পালনের দায়িত্ব তার সন্তানেরই অর্থাৎ আমাদের হওয়া উচিৎ। আর এই বিশ্ব উষ্ণায়নের সময় সেই উদ্দেশ্যেই আমাদের ফটোগ্রাফির পাশাপাশি এই কর্মে নিয়োজিত হওয়ার উদ্যোগ নেওয়া হয় ৩১ মে তারিখে।

সেই উদ্দেশ্যে পূরনের তাগিদ থাকলেও গাছের চারা এবং তা রোপনের জায়গা নির্ধারন করার আলোচনা পর্ব চলে। যেখানে চারা রোপন ও পরিচর্যার জন্য এগিয়ে আসে বিশাল দা (বিশাল কর্মকার) এবং চারা জোগাড়ের দায়িত্ব দীপঙ্কর নিজ কাঁধে তুলে নেয় এবং আরো কিছু চারা অনিঙ্ক জোগাড় করবে বলেও জানায়। এবং আমাদের মিটিং পয়েন্ট থানা মোড়ে ঠিক সকাল ৫:৩০ টায় ঠিক করা হয়।

৫ই জুন আমরা কথামতো থানা মোড়ে মিট করি এবং বিশাল দার নির্দেশনায় পৌঁছে যাই ডাকরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলাইন গ্রামে। তারপর জায়গা অনুযায়ী সবাই সবার দায়িত্ব যেমন: জল আনা, গর্ত খোঁড়া ইত্যাদিআমরা কতকগুলো ফলের গাছ,কয়েকটা গামার গাছ, আমলকি এবং কতকগুলো গুল্মজাতীয় ফুলের গাছ রোপন করেছি।রোপন শেষে আমরা পরিবেশের রক্ষার্থে দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার শপথ গ্রহন করে বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশ দিবসকে সার্থক করে তোলার চেষ্টা করেছি।

সবশেষে বলতে হয় গাছ রোপনের কোনো নির্দিষ্ট দিন হয়না, নিজের জন্য সবার জন্য গাছ লাগান যত্ন নিন দেখবেন কচি সবুজ পাতা রোজ আপনার মনকে আরও সতেজ করে তুলবে,সাথে পরিবেশকেও














Comments

Popular Posts